কোন শিট মাস্ক কোন কাজ করে ?

এখনকার দিনে শিট মাস্ক অত্যন্ত জনপ্রিয় একটি স্কিন কেয়ার এর প্রোডাক্ট। কোরিয়ান এই স্কিন কেয়ার প্রোডাক্ট ত্বক কে হাইড্রেট , ব্যালেন্স , ময়শ্চারাইজ, সুদিং এবং ব্রাইটেনিং করে খুব দ্রুত। 

শিট মাস্ক কি ?

 শিট মাস্ক বানানো হয় একদম পাতলা কটন ফেব্রিক, সিনথেটিক ফাইবার  দিয়ে যেটা সিরাম বা হাইড্রোজেল এ ভেজানো থাকে।  সিরাম গুলি ত্বকের প্রয়োজনীয়  বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরী করা হয়।

কোন শিট মাস্ক কোন কাজ করে ?

দক্ষিণ কোরিয়ার স্কিন কেয়ার এর এই অপরিহার্য প্রোডাক্ট এখন পুরো পৃথিবীতেই জনপ্রিয় এবং বিভিন্ন দেশেই প্রস্তুত হয়।  বাজারে তাই শিট মাস্ক এর প্রচুর ভ্যারিয়েশন আছে।  বিভিন্ন শিট মাস্ক বিভিন্ন উপাদানে তৈরী , বিভিন্ন কাজ করে থাকে।  তাই ইটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকে যে কোনটা কিনবে , কেন কিনবে কিংবা কোনটা কখন কিনবে।

তাদের সুবিধার জন্যই আমরা নিয়ে এলাম ১০ টি জনপ্রিয় শিট মাস্ক  ইনগ্রেডিয়েন্ট , তাদের উপকারিতা এবং কিছু প্রোডাক্ট সাজেশন নিয়ে।  ।

১।Pomegrante Extract Mask: বেদনার এক্সট্রাক্ট ত্বক ব্রাইটেনিং , হাইড্রেটিং এবং স্মুদিং করে।

২। Charcoal Mask: চারকোল ত্বকের অতিরিক্ত তেল , সিবাম  শোষণ করে নেয়।  ত্বক কে ইনস্টেন্টলি রিফ্রেশিং করে হেলদি গ্লো দেয়। 

৩। Impurities Removing Mask: এই ধরণের মাস্ক গুলো স্কিন কে গভীর থেকে পুষ্টি জোগায় , স্কিন স্মুদ এবং ক্লিন করে।

৪। Collagen Mask: কোলাজেন স্কিনের ইলাস্টিসিটি বাড়ায় , এতে স্কিন আরো টানটান এবং স্বাস্থকর দেখায়।   নিয়মিত কোলাজেন মাস্ক ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়।

৫। Tea Tree Extract:  টি ট্রি ত্বকের ছোপ ছোপ ব্লেমিশ দূর করতে সাহায্য করে , নতুন ব্লেমিশ হওয়া রোধ করে। 

৬। Vitamin C Extract Mask:   : এই ধরণের মাস্ক এর সিরাম ত্বকের গভীরে গিয়ে স্কিনের লেয়ার গুলি সফ্ট করে , ত্বকের উজ্জ্বলতা বাড়ায়,  ত্বকের ইলাস্টিসিটি বাড়ায় , ত্বকের তারুণ্যতা ধরে রাখতে সাহায্য করে। রিজেনারেটিং  শিট মাস্ক গুলোতেও এই উপাদান থাকে। 

৭। Hyaluronic Acid Mask: এই শিট মাস্ক গুলোর সিরাম ত্বকের বাইরের লেয়ার হাইড্রেট করে , ত্বকে পানি ধরে রাখতে সাহায্য করে।  এতে ত্বক রেডিয়েন্ট করে , বয়েসের ছাপ পড়তে দেয় না।

৮। Coconut extract Mask:  এই ধরণের মাস্ক গুলো স্কিন সুদিং করে , রেডিয়েন্ট এবং হেলদি লুকিং করে।  শুস্ক , মলিন ত্বকের জন্য এই শিট মাস্ক কার্যকরী। 

৯।   Watermelon extract Mask:  ত্বক হাইড্রেট করে , ত্বকের ভেতরের ব্লেমিশ , বয়েসের ছাপ , গাড় দাগ হওয়া প্রতিরোধ করে।  ত্বকের ময়শ্চার ধরে রাখতে সাহায্য করে। 

১০। Seaweed extract Mask: ত্বকের ময়লা , তেল , সিবাম বের করে , ত্বকের খুঁত সারাতে সাহায্য করে ক্লিয়ার লুক দেয় , বন্ধ হয়ে যাওয়া পোরস ক্লিন করে , ত্বক কে পরিষ্কার করে।

 

এই উপাদান গুলোই বেশিরভাগ শিট মাস্ক এ ব্যবহার হয়। আপনার ব্রাইটেনিং প্রয়োজন হলে ব্রাইটেনিং করে এমন ইনগ্রেডিয়েন্ট , ত্বকের তারুণ্য ধরে রাখতে কোলাজেন বাড়ায় এমন ইনগ্রেডিয়েন্ট ইত্যাদি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন।  শিট মাস্ক রাতারাতি ভালো ফল দেয় একবার ব্যবহারেই।  কিন্তু লং লাস্টিং ইফেক্ট পেতে নিয়মিত ব্যবহার করুন।