মেকআপ করার কিছুক্ষণ পরই ফেস কালো হয়ে যাচ্ছে? ফাউন্ডেশন অক্সিডাইজ করছে? কিভাবে এটা প্রিভেন্ট করবেন তার উপায় খুঁজছেন?
ওয়েল, ফাউন্ডেশন এর সাথে ফেসিয়াল ওয়েল, অন্য প্রোডাক্ট ইত্যাদির এর বিক্রিয়ায় ফাউন্ডেশন অক্সিডাইজ করে। এই অক্সিডাইজেশন কিভাবে কমাবেন বা রোধ করবেন তা নিয়েই আজকের লিখাটি ।
আমরা সবাই বিভিন্ন টাইপ এর বিভিন্ন দামের ফাউন্ডেশন ব্যবহার করি। অনেকের দামি ফাউন্ডেশনে ও অক্সিডাইজ করে। কিন্তু তার মানে কিন্তু এই না যে ফাউন্ডেশন খারাপ। অক্সিডাইজেশনের মূল কারণ ত্বক থেকে তেল এর নিঃসরণ । তাই অক্সিডাইজ বেশিরভাগ সময় হয় কম্বিনেশন এবং ওয়েলি ত্বকে।
যেহেতু ত্বকের এর অয়েল এর কারণে মেইনলি অক্সিডাইজেশন হয় তাই আগে ফেস এর ওয়েল কন্ট্রোল করে নিতে হবে। অয়েল কন্ট্রোল করার জন্য কিছু পধ্বতি অনুসরণ করতে হবে। যেমন
১। প্রাইমার দেয়া :
যদি ফাউন্ডেশন লাগানোর আগে মুখে প্রাইমার লাগিয়ে নেয়া হয় তাহলে প্রাইমার ত্বক এবং ফাউন্ডেশনের মধ্যে দেয়াল হিসেবে কাজ করে। তখন আপনার ত্বকে যে তেল এর নিঃসরণ হয় প্রাইমার সেটা আপনার ফাউন্ডেশন কে প্রভাবিত করতে দেয়না। এতে অক্সিডাইজেশন হবেনা।
২। টোনিং :
যদি আপনি আগে থেকেই জানেন যে এই ফাউন্ডেশন অক্সিডাইজ করে তাহলে মেকআপ এর আগে টোনার ব্যবহার করে নেবেন। টোনার ত্বকের pH এর ভারসাম্য ঠিক রাখে যার ফলে তৈলাক্ততা ও ব্যালেন্স হয়। এতে অক্সিডাইজ করার সম্ভাবন কমে যায়।
৩। একই ব্র্যান্ড এর ফাউন্ডেশন এবং সেটিং পাউডার:
একই ব্র্যান্ড এর ফাউন্ডেশন এবং সেটিং পাউডার ব্যবহার করুন। তাহলে ক্যামিকেল রিয়েক্ট করে অক্সিডাইজ করার সম্ভাবনা কমে যাবে কারণ, কোম্পানিগুলি এক ধাঁচের পণ্য একই ধরণের উপাদান দিয়ে প্রস্তুত করে। এতে একটি পণ্যের উপাদান এর সাথে অন্য পণ্যের বিক্রিয়া হয়ে অক্সিডাইজেশন হতে পারে না। এতে অক্সিডাইজেশনের সম্ভাবনা কমে যায়।
৪। নো কালার লুজ পাউডার:
সেটিং পাউডার হিসেবে প্রেস পাউডার , কালার্ড পাউডার ব্যবহার না করে নো কালার লুজ পাউডার মানে ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন। তাহলে সহজে ফাউন্ডেশন এর রং অন্য প্রোডাক্ট এর কালারের জন্য বদলাবেনা। আর সহজে অক্সিডাইজ করে আপনার ফেস এর কালার চেঞ্জ হবেনা।
৫। ত্বকের ধরণ বুঝে ফাউন্ডেশন বাছাই করুন :
আপনার ফাউন্ডেশন বাছাই ও খুব গুরুত্বপূর্ণ। অয়েলি স্কিন এর জন্য ওয়াটার বেজ ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে পণ্যের ওয়েল এর সাথে ত্বকের ওয়েল এর বিক্রিয়া হবে না। যার ফলে ত্বক এ ওয়েলিভাব আসবে না আর অক্সিডাইজেশন ও কম হবে। আর আপনার ড্রাই স্কিন এর জন্য অয়েল বেজ ফাউন্ডেশন এর ব্যবহার আপনাকে দেবে ডিউয়ি , হেলদি স্কিন লুক।
এই কিছু সহজ স্টেপ ফলো করে আপনি আপনার ফাউন্ডেশন এর অক্সিডাইজ করা রোধ করে সুন্দর বেজ পেতে পারেন।