বিশ্ব বাবা দিবস

আজ বিশ্ব বাবা দিবস, প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার এই দিবসটি পালন করা হয়।
শুধুই বাবাদের জন্যই আজকের দিনটি। আমাদের জীবনে বাবার গুরুত্ব অপরিসীম। পিতার প্রতি সন্তানের
সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই কিন্তু আমরা প্রতিদিন
হয়তো বাবাদের কাছে প্রকাশ করতে পারিনা যে আমরা আমাদের বাবাদের কে কতটা ভালোবাসি। আমাদের মধ্যে
অনেকেই আছেন যারা নিজেদের ভাব প্রকাশ করতে পারেন না কিংবা কখনো বোঝাতে পারেন না তাই তাদের জন্য
মা দিবস কিংবা বাবা দিবসগুলো ভালোবাসা প্রকাশ করার একটি সুযোগ তৈরি করে দেয়।
আর তাই আজকের দিনটি বিশেষভাবে বাবাদের প্রতি উৎসর্গ করা হয়ে থাকে যাতে আমরা বাবাদের প্রতি
ভালোবাসা প্রকাশ করতে পারি। আমাদের বাবারা তো সবসময়েই আমাদের সকল ইচ্ছা আবদার পূরণ করতেই
থাকেন। তাই আমাদেরও উচিত বাবাকে অনুভব করানো যে তিনি আমাদের কাছে ঠিক কতটা ভালোবাসার এবং
সম্মানের।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালন করা হয় বাবা দিবস। আমরা চাইলেই আগে থেকেই
বাবার জন্য গিফট কিনে রাখতে পারি। আমাদের যার যা সামর্থ্য তার মধ্যেই আমরা গিফট দিতে পারি। আমাদের
বাবারা নিজেদের জন্য কখনোই কিছু কিনতে চান না। তাই পাঞ্জাবি, শার্ট , ফতুয়া কিংবা পছন্দের কোনো
লেখকের বই বা গান এর ক্যাসেট, আরো দিতে পারেন শুভেচ্ছা কার্ড, মগ, টি-শার্ট ইত্যাদি। হটাৎ করে গিফট
দিয়ে বাবা কে অবাক করে দিন আর দেখুন বাবা কি খুশিটাই না হয়। গিফট দিতে না চাইলে পরিবারকে সময় দিন,
বাবা সহ পরিবারের সবাই কে নিয়ে বাইরে থেকে কোথাও ঘুরে আসুন মা-বাবাকে খুশি করতে এটাই যথেষ্ট।
মা-বাবাকে ভালোবাসুন, সর্বদা তাদের সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করুন এবং যতটা সম্ভব সময় দিন।