রোজা ভাঙার কারণ কি কি

 

রোজার মাস মানেই সংযমের মাস। সকল মুসল্লিরা সারা বছর অধীর আগ্রহে এই রোজার মাসের জন্য অপেক্ষা করেন। আল্লাহ তাআলা পরিপূর্ণ হেকমত অনুযায়ী রোজার বিধান জারী করেছেন। তবে রোজার সময় খেয়াল রাখতে হবে বেশ কিছু বিষয়ে যাতে রোজা ভেঙে না যায়। তাহলে জেনে নেই রোজা ভঙ্গের কারণ সমুহ। 

রোজা ভঙ্গের কারণ সমুহ:

১. ইচ্ছাকৃত পানাহার করলে।

২. স্ত্রী সহবাস করলে ।

৩. কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে। 

৪. ইচ্ছাকৃত মুখভরে বমি করলে।

৫. নাকে বা কানে ওষধ বা তৈল প্রবেশ করালে।

৬. ধূমপান করলে।

৭. শিঙ্গা লাগানো কিংবা এ জাতীয় অন্য কোন কারণে রক্ত বের করা। 

৮. সহবাস করলে। 

৯. হস্তমৈথুন করলে। 

১০.মহিলাদের হায়েয ও নিফাসের কারণে রক্ত বের হলে। 

আশা করছি রোজা রেখে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং এইসকল কাজ থেকে নিজেকে বিরত থাকবেন যাতে করে আপনার রোজা ভেঙে না যায়। তাই সকলে সুন্দরভাবে পাক ও পবিত্রতার সাথে সংযমের মাস রমজান পালন করবো।