৩টি ডেজার্ট রেসিপি ।। 3 Desserts Recipe

 

আপনি কি কিছু সুস্বাদু হ্যালোইন ডেজার্ট রেসিপি শিখতে প্রস্তুত যা আপনার লেট-নাইট ক্রেভিং পূরণ করবে? তৈরি হয়ে নিন আপনার পরিচিত সমস্ত ঘোস্ট এবং গবলিনকে হ্যালোইন ডেজার্ট ডিলাইটেড করার জন্য। চলুন জেনে নেই রেসিপিগুলো সম্পর্কে -

পাম্পকিন কোলাজেন গামি

উপকরণ

  • বিফ জিলাটিন ৪ স্কুপ

  • ৩ টেবিল চামচ মধু

  • লেবুর রস এক চা চামচ 

  • বাদাম দুধ বা নারকেল দুধ ১/৪ কাপ

  • কমলার রস ১/৪ কাপ

  • গাজরের রস ১/৪ কাপ

  • আদা ১/২ টেবিল চামচ

 

নির্দেশনা

       ১। একটি সসপ্যানে সমস্ত উপাদান ঢালুন এবং মসৃণ না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

       ২। মিশ্রণটি ছাঁচে ঢেলে তিন ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন।

       ৩। শক্ত হয়ে গেলে, ছাঁচ থেকে সরান এবং একটি এয়ার-টাইট কনটেইনারে সংরক্ষণ করুন। আপনি সহজেই ৫ দিন পর্যন্ত এটি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন।

পাম্পকিন ফাজ

উপকরণ

  • কোকোনাট অয়েল ১/২ কাপ

  • ভ্যানিলা ক্রিম ২ স্কুপ

  • ১/৪ কাপ অর্গানিক পাম্পকিন পিউরি

  • ২ টেবিল চামচ দারুচিনি

  • ম্যাপেল সিরাপ ১/৩ কাপ

  • ভ্যানিলা এসেন্স ৩ টেবিল চামচ

  • ১/৮ টেবিল চামচ লবণ

  • ৩/৪ কাপ ক্রিমি ক্যাশিউ বাটার 

 

নির্দেশনা

     ১। পার্চমেন্ট পেপার দিয়ে লেয়ার তৈরি করে, বেকিং প্যান প্রস্তুত করুন।

     ২। কোকোনাট অয়েল গরম হলে, ফুড প্রসেসরে বাকি উপকরণগুলো সাথে যোগ করুন। 

     ৩। ফাজ মিশ্রণটি ঢেলে দিন এবং রাবার স্প্যাচুলা ব্যবহার করে সমানভাবে ছড়িয়ে দিন। 

     ৪। ফাজ মিশ্রণটি সেট করতে ফ্রিজে রাখুন। 

     ৫। ফ্রিজ থেকে বের করে পছন্দসই আকারে কেটে নিয়ে উপভোগ করুন!

 

স্পাইসড অ্যাপল গামিজ 

উপকরণ

  • এক টেবিল চামচ পাম্পকিন পাই স্পাইস

  • ৪ টি পাকা আপেল

  • ম্যাপেল সিরাপ ২ টেবিল চামচ

  • বিফ জিলাটিন চার স্কুপ  

  • লবণ পরিমানমতো

 

নির্দেশনা

      ১। জুসারে আপেল গুলো রাখুন। ২ কাপ অ্যাপল জুস তৈরি করুন। 

      ২। অ্যাপল জুসের সাথে সসপ্যানে ম্যাপেল সিরাপ, পাম্পকিন পাই স্পাইস এবং লবণ যোগ করুন। এরপর, বিফ জিলাটিন যোগ করে মিশ্রণটি তিন মিনিটের জন্য বসতে দিন।

     ৩। জিলাটিন গলে না যাওয়া পর্যন্ত মাঝারি তাপে মিশ্রণটি নাড়তে নাড়তে থাকুন।

     ৪। একটি বড় প্যানে জুসটি ঢালুন।   

     ৫। গামিগুলো এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

     ৬। ফ্রিজ থেকে বের করে পছন্দসই আকারে কেটে নিয়ে উপভোগ করুন!

 

Are you prepared to learn some spooky-delicious Halloween dessert recipes that will satisfy all your late-night cravings? When it comes to Halloween dessert recipes, these recipes for Halloween desserts are guaranteed to delight all the ghouls and goblins you know. Follow us to learn about the following recipes. 

Pumpkin Collagen Gummies

Ingredients

  • Four scoops of Beef Gelatin

  • Three tablespoons of honey

  • A squirt of lemon juice

  • One-fourth cup of almond milk or coconut milk

  • One-fourth cup of orange juice

  • One-fourth cup of carrot juice

  • Half a tablespoon of ginger

Instructions

  1. Combine all the ingredients in a saucepan and keep stirring until it’s smooth.

  2. Pour the mixture into the molds and freeze for three hours.

  3. Once solid, remove from molds and refrigerate for up to 5 days in an airtight container.

Pumpkin Fudge

Ingredients

  • Half a cup of coconut oil

  • Two scoops of vanilla cream

  • One-fourth cup organic pumpkin purée

  • Two tablespoons cinnamon

  • One-third cup of maple syrup

  • Three tablespoons of vanilla extract

  • One-eighth tablespoon of salt

  • Three-fourth cup of creamy cashew butter

Instructions

  1. Prepare a baking pan by lining it with parchment paper.

  2. When the coconut oil is melted, add it to a food processor with the remaining ingredients and blend.

  3. Pour the fudge mixture and spread it evenly using a rubber spatula.

  4. Put the fudge in the fridge to set for 3–4 hours or overnight.

  5. Take it out of the fridge and cut it into desired sizes. Enjoy!

Spiced Apple Gummies

Ingredients

  • One tablespoon of pumpkin pie spice

  • Four large ripe apples

  • Two tablespoons of maple syrup

  • Four scoops of beef gelatin

  • Large pinch of sea salt

Instructions

  1. Put the apples in the juicer. You should have roughly 2 cups of juice at the end.

  2. Add the maple syrup, pumpkin pie spice, and sea salt to the saucepan with the apple juice. Add the beef gelatin, then let the mixture sit for three minutes.

  3. Increase the heat to medium-low until the gelatin has melted while stirring the juice constantly.

  4. Pour the juice into a large rectangular pan.

  5. Put the gummies in the fridge for an hour.

  6. Take it out of the fridge and cut it into desired sizes. Enjoy!