মুখের কালো দাগ নির্মূল করার কিছু সহজ টিপস

ব্রণ কীংবা পিগমেন্টেশন, ত্বকের কিছু না কিছু সমস্যা সারা বছর লেগেই থাকে। এসকল সমস্যা সমাধানে অবশ্যই সমস্যার গোঁড়া চিহ্নিত করে তা নির্মূলের জন্য পদক্ষেপ নিতে হবে। কারণ স্কিন খুবই সেন্সেটিভ একটি বিষয়, না বুঝে কোনো টোটকা কিংবা প্রডাক্ট ইউজ করলে হিতে বিপরীত হতে পারে! মুখের কালো দাগের ক্ষেত্রেও একই কথা বলা যায়। আজ আমরা মুখের কালো দাগ নির্মূলে কোন উপাদানগুলো ইফেক্টিভ কাজ করবে তা নিয়ে জানবো।

 

ভিটামিন সি: মুখের কালো দাগ কমাতে ভিটামিন সি এর জুড়ি নেই। এটি একটি মাইল্ড কেমিক্যাল এক্সফোলিয়েন্ট যা ত্বকের সুরক্ষা বলয় নষ্ট না করে স্কিনের ডেড সেল মাইল্ডলি রিমুভ করে। পাশাপাশি ভিটামিন সি এর অ্যান্টি অক্সিডেন্ট স্কিনের ড্যামেজড সেল সরিয়ে নতুন সেল প্রডিউস করতে সাহায্য করে। এছাড়াও ফ্রি র‍্যাডিক্যাল জনিত ক্ষতির মোকাবিলাও করে।

 

আলফা-আরবুটিন: আরবুটিন একটি ত্বক-উজ্জ্বলকারী উপাদান যা কালো দাগ, হাইপারপিগমেন্টেশন এবং দাগকে টার্গেট করে কাজ করে। ক্র্যানবেরি, বিয়ারবেরি, ব্লুবেরি, নাসপাতিতে ও গমে এই প্রাকৃতিক উপাদানটি থাকে। আলফা-আরবুটিন থেকে খুব ধীরে হাইড্রোকুইনোয়ান নির্গত হয় যা ত্বকের রং উজ্জ্বল করে তোলার অন্যতম শক্তিশালী উপাদান হিসেবে মনে করা হয়। যেহেতু উপাদানটি সম্পূর্ণ প্রাকৃতিক, তাই দাগছোপের মোকাবিলা করার ক্ষেত্রে এই উপাদানকে অনেক বেশি নিরাপদ বলেও মনে করা হয়।

 

কোজিক অ্যাসিড: কোজিক অ্যাসিড অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে। এটি মেলানিন উৎপাদনে নিয়ন্ত্রণ রাখে। ফলশ্রুতিতে আপনার ত্বকে বয়সজনিত কারণে বয়সের ছাপ কিংবা মুখে কালো দাগছোপ পড়তে দেয় না। মেলাসমা, ত্বক কালো হয়ে গেলে তার চিকিৎসাতেও এই উপাদানটি খুবই ফলপ্রসূ। এছাড়াও কোজিক অ্যাসিডে আছে অ্য়ান্টি-ফাঙ্গাল উপাদান। তাই এটি ত্বকে কোনও ফাঙ্গাল ইনফেকশন হলে তা নিয়ন্ত্রণ করতে কিংবা সারিইয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

এএইচএ: AHA বা আলফা হাইড্রক্সি অ্যাসিড মৃত ত্বকের কোষের উপরের স্তরগুলিকে দ্রবীভূত করতে, আপনার ছিদ্রগুলির গভীরে প্রবেশ করতে এবং প্রবেশ করতে সাহায্য করে। ত্বকের একেবারে ওপরের স্তরটা তুলে দিয়ে কালো দাগছোপ হালকা করে দেয় এই অ্যাসিড, বদলে নতুন মসৃণ ত্বকের জন্ম দেয়। যা সময়ের সাথে সাথে, কালো দাগগুলিকে বিবর্ণ করতে এবং দাগগুলির উপস্থিতি কমাতে সহায়তা করে৷

 

লাইকোরাইস নির্যাস: লাইকোরাইস হল আর একটি উদ্ভিজ্জ উপাদান, যা ত্বকের জন্য খুবই উপকারী। লাইকোরাইসের নির্যাস নানাবিধ কাজে লাগে। এটি মুখের কালো দাগ তো হালকা করেই, পাশাপাশি নতুন দাগ হওয়াও প্রতিরোধ করে। লাইকোরাইস টাইরোসিনেসের উৎপাদন কমায় যা মুখে কালো দাগ হওয়ার জন্য দায়ী। এছাড়া লাইকোরাইস অতিরিক্ত মেলানিনও তৈরি হতে দেয় না, এবং ত্বক করে উজ্জ্বল আর ঝলমলে।

 

রেটিনল: ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে কাজে লাগে রেটিনল। মুখের কালো দাগ হালকা করতেও রেটিনলের ভূমিকা রয়েছে। ত্বকে নতুন কোষ জন্মাতে সাহায্য করে রেটিনল, সেই সঙ্গে কোলাজেন উৎপাদনও বাড়িয়ে দেয়। ফলে ত্বক হয় টানটান আর ঝকঝকে।

 

মুখের কালো দাগ নির্মূলে যে ভুলগুলো করা যাবে নাঃ অনেক সময় দাগ তুলতে গিয়ে আমরা বাড়াবাড়ি করে ফেলি। অতিরিক্ত ক্রিম মাখলে তা থেকে মুখে জ্বালা হতে পারে, তাতে দাগ আরও গাঢ় হয়ে যেতে পারে। ঠিকভাবে পরিচর্যার মাধ্যমে ত্বকের দাগ দূর করা সম্ভব। পাশাপাশি, মুখে কেন কালো দাগ পড়ছে, সেটা জানাও দরকার। অনেকে মনে করেন ত্বকের সব দাগই এক! আসলে বিষয়টি তা নয়! দাগের কারণ আর ধরনের ওপর নির্ভর করে আলাদারকম ট্রিটমেন্ট আর পরিচর্যার দরকার হয়। সমস্যার কারণ খুঁজুন, তারপর সঠিক পরামর্শ মেনে তার চিকিৎসা করুন, দাগ কমবে এবং ধীরে ধীরে তা চলে যাবে।


 

The Key Ingredients to Get Rid of Dark Spots on the Face and What Not to Do Wrong

 

Acne or pigmentation, some skin problems persist throughout the year. To solve these problems, we must identify the root of the problem and take steps to eliminate it. Because skin is a very sensitive subject, using any tricks or products without understanding can have the opposite effect! The same can be said about dark spots on the face. Today we will know which ingredients will work effectively in removing dark spots on the face.

 

Vitamin C: Vitamin C is no match for reducing dark spots on the face. It is a mild chemical exfoliant that mildly removes dead skin cells without damaging the skin's protective barrier. Besides, vitamin C's antioxidant helps to remove damaged skin cells and produce new cells. Also counteracts free radical damage.

 

Alpha Arbutin: Arbutin is a skin-brightening ingredient that works by targeting dark spots, hyperpigmentation and blemishes. Cranberries, blackberries, blueberries, pears and wheat contain this natural ingredient. Alpha-arbutin slowly releases hydroquinone, which is thought to be one of the most powerful skin lightening agents. Since the material is completely natural, this material is also considered much safer in dealing with blemishes.

 

Kojic Acid: Kojic acid acts as an antioxidant. It controls the production of melanin. As a result, your skin does not allow age marks or dark spots on your face due to aging. This ingredient is also very effective in treating melasma, a darkening of the skin. Kojic acid also has anti-fungal properties. So it plays an important role in controlling or curing any fungal infection on the skin.

 

AHA: AHAs or alpha hydroxy acids help dissolve the top layers of dead skin cells, penetrating and penetrating deep into your pores. This acid lightens dark spots by lifting the top layer of skin, giving birth to new smooth skin. Which, over time, helps fade dark spots and reduce the appearance of blemishes

 

Licorice: Licorice is another vegetable ingredient that is very beneficial for the skin. Licorice extract has many uses. It not only lightens dark spots on the face, but also prevents the formation of new ones. Licorice reduces the production of tyrosinase which is responsible for dark spots on the face. Licorice also inhibits the production of excess melanin, making the skin brighter and brighter.

 

Retinol: Retinol is useful in solving various skin problems. Retinol also plays a role in lightening dark spots on the face. Retinol helps the skin grow new cells, as well as increases collagen production. As a result, the skin becomes tight and shiny.

 

The mistakes that can not be done in the elimination of black spots on the face: Many times we overdo it while picking up spots. Applying too much cream can irritate the face, making the spots darker. Skin blemishes can be removed with proper care. Besides, it is also necessary to know why black spots are appearing on the face. Many people think that all skin spots are the same! In fact, that is not the case! Depending on the cause and type of scar, different treatments and care are needed. Find the cause of the problem, then treat it with proper advice, the scar will reduce and gradually disappear.