চলে আসছে ঈদ।আর ঈদ নিয়ে থাকে আমাদের অনেক প্রস্তুতি।কিভাবে সাজবো কি পরবো সব কিছু নিয়েও থাকে অনেক উত্তেজনা।সবাই চায় অন্যদের থেকে একটু আলাদা লুক দিতে । কিন্তু আগের মতো কোনো কিছুই নেই।কিন্তু তাই বলে ঈদ উদযাপন থেকে তো আর বিরত থাকায় যায়না। তাই লকডাউন থাকুক কিংবা না থাকুক তবুও আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই ঈদ উদযাপন করবো।
এইবার ঈদ পড়েছে তীব্র গরমে তাই মেকআপ করার ক্ষেত্রে হতে হবে সচেতন। এই গরমে আমাদের মেকআপ লুক হওয়া উচিত একদম সতেজ, প্রাণবন্ত এবং লং লাস্টিং। দিনের বেলায় হালকা মেকআপ লুক এ সবাইকেই ভালো লাগে কিন্তু অনেকে একটু ভারী লুক দিতেও পছন্দ করেন। কিছু টিপস ফলো করলেই এই গরমে মেকআপ লং লাস্টিং রাখতে পারবেন আপনিও।
আসুন তাহলে জেনে নেই ১০টি টিপস যা ফলো করলেই এই গরমে আপনার মেকআপ দীর্ঘ সময় সুন্দর থাকবে।
১. প্রথমে স্ক্রাব ব্যবহার করে ত্বকের ডেড সেলস দূর করে নিন এতে ত্বক নরম হবে এবং মেকআপ ঠিক মতো বসবে।
২. বরফ নিয়ে মুখে ঘষে নিন এতে লোমকূপ ছোট হয়ে আসবে।
৩. তারপর সান্সক্রিন লাগিয়ে নিন।
৪. অল্প পরিমানে প্রাইমার মুখে লাগিয়ে নিন।
৫. হালকা কভারেজ এর ফাউন্ডেশন কিংবা বিবি ক্রিম মুখে এবং গলায় লাগিয়ে নিন।
৬. এবার ব্রাশ কিংবা পাফ এর সাহায্যে লুস পাউডার দিয়ে টি জোনে এ লাগিয়ে নিন এতে তেলতেলে ভাব কেটে যাবে।
৭. মেকআপ শেষে সেটিং স্প্রে ব্যবহার করুন, এতে আপনার মেকআপ গলে যাবে না এবং দীর্ঘ সময় সেট হয়ে থাকবে।
৮. চোখের পাতায় ক্রিম বেসড আইশ্যাডো ব্যবহার করুন।
৯. সারাদিনে মেকআপ ছড়িয়ে যাওয়ার হাত থেকে বাচঁতে ওয়াটার প্রুফ মাশকারা এবং আই লাইনার ব্যবহার করুন।
১০. লিপস্টিক ঠোঁটে লাগানোর পর এর উপর ট্রান্সলুসেন্ট পাউডার লাগিয়ে নিন তারপর একটি টিস্যুর সাহায্যে চেপে নিন, এরপর আরেক কোট লিপস্টিক লাগিয়ে নিন।
আশা করছি এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে।আমরা সবাই নিরাপদে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে এবং সামাজিকদূরত্ব বজায় রেখে ঈদ উদযাপন করবো এবং বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবো।