শিশুদের ডায়াবেটিসের চিকিৎসা

আজকের এই পর্বে আমরা জানব কিভাবে শিশুদের টাইপ-১ ডায়াবেটিস নির্ণয় করা যায় এবং এর চিকিৎসা সম্পর্কে।

শিশুদের মধ্যে টাইপ-১ ডায়াবেটিস নির্ণয় করা হয় কিভাবে?

গ্লুকোজের জন্য রক্ত পরীক্ষা করে একজন চিকিৎসক নিশ্চিত করে বলে দিতে পারেন যে কারো ডায়াবেটিস। যখন শিশুর হাই ব্লাড সুগার পাওয়া যায় তখন এটি স্পষ্ট হয়ে যায় যে শিশুর  ডায়াবেটিস হয়েছে। অন্যান্য টেস্ট গুলো ডায়াবেটিস টি টাইপ ১ নাকি টাইপ ২ তা বুঝার জন্য করা হয়। কারণ ডায়াবেটিস টাইপের উপর ভিত্তি করে চিকিৎসাও আলাদা হয়।

 

চিকিৎসা

টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসা একটি চলমান প্রক্রিয়া। এটি একটি আজীবন স্থায়ী রোগ এবং তাই ধৈর্য ধরে এই রোগটির চিকিৎসা করতে হবে। চিকিৎসা বলতে মূলত ডায়াবেটিস নিয়ন্ত্রণ বুঝায়। এছাড়া এগুলো শিশুর শারীরিক এবং মানসিক সাস্থের জন্যও বিশেষ উপকারি। চিকিৎসার প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্লাড সুগার নিয়ন্ত্রনে রাখা। এক্ষেত্রে যা করতে হবে তা হচ্ছে-

  • ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনসুলিন নেয়া
  • শিশুকে স্বাস্থ্যকর খাবার দেয়া। খেয়াল রাখতে হবে যে খাবারে যাতে কার্বোহাইড্রেট পরিমাণমত থাকে
  • ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্লাড সুগার লেভেল পরীক্ষা করুন

 

টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুকে কীভাবে সাহায্য করবেন?

এক্ষেত্রে পিতামাতার প্রধান কাজ হচ্ছে শিশুকে যথাযথভাবে আনন্দে রাখা। এছাড়া শিশুরা যাতে নিয়মিত সঠিকভাবে খাবার খায় এবং তাদের ব্লাড সুগার লেভেল যাতে নিয়ন্ত্রণে তাহকে সেদিকেও খেয়াল রাখা জরুরি। এছাড়াও যেভাবে আপনি আপনার শিশুকে সাহায্য করতে পারেন-

  • প্রতিদিন কয়েকবার  ব্লাড সুগার লেভেল পরীক্ষা করুন
  • শিশুকে নিয়মিত ইনসুলিন দিন
  • শিশুকে ব্যলেন্সড এবং স্বাস্থ্যকর ডায়েট মেনে চলতে অভ্যস্ত করুন
  • ডায়াবেটিসের লক্ষণগুলোর দিকে খেয়াল রাখুন
  • নিয়মিত ডাক্তারের সাথে পরামর্শ করুন

 

শিশুর ডায়াবেটিস হলে পিতামাতা হিসেবে চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক। এক্ষেত্রে একমাত্র সঠিক চিকিৎসা এবং মানসিক জোড় ই পারে শিশুকে সুস্থ রাখতে।

 

সূত্রঃ কিডসহেলথ