হেয়ার কেয়ার এ Apple Cider Vinegar!

এপেল সিডার ভিনেগার তো খাওয়ার জিনিস সেটা কিভাবে হেয়ার কেয়ার এ যায়? আর ভিনেগার তো এসিডিক জিনিস সেটা চুল নষ্ট করে ফেলে না !! এমন ভাবনা আমাদের সবার ই কম বেশি আসে এই প্রোডাক্ট এর প্রসঙ্গে। 

টক টক স্বাদের এই এপেল সিডার ভিনেগার অনেক রকম রান্নার ই অপরিহার্য অংশ , অনেকে খালি ও খেয়ে থাকেন নানা প্রকার স্বাস্থ্যের উপকারিতার জন্য।  বর্তমানে এই ভিনেগার বেশ জনপ্রিয় চুলের যত্নের উপকরণ। 

এই ভিনেগার কিভাবে ব্যবহার করবেন আর উপকারিতা কি টা নিয়েই আজকের এই লিখা টা। 

হেয়ার কেয়ার আপেল  সিডার  ভিনেগার -

বিভিন্ন কারণে এই স্পেসিফিক ভিনেগার টি চুলের যত্নের একটি অংশ হয়ে গিয়েছে। এর মধ্যে আছে Low PH Level 3 , যার কারণে  এটা খুব সহজেই মাথার ত্বক ডিটক্স করে , এক্সফোলিয়েট করে কিন্তু ত্বকের ময়শ্চার , প্রয়োজনীয় তেল ধুয়ে যায় না। 

এই সহজলভ্য প্রোডাক্টটিতে আছে বিভিন্ন পুষ্টি উত্পাদন যেমন - ভিটামিন সি , ভিটামিন বি যা স্ক্যাল্প কে পরিবেশের দূষণ এবং ক্ষতি থেকে রক্ষা করে। চুল ভেঙে যাওয়া রোধ করতে , চুল দ্রুত বাড়তে ও সাহায্য করে এই ভিনেগার।

যারা ঘরোয়া পদ্ধতি তে ত্বকের , চুলের যত্ন নিতে ভালোবসেন তাদের খুবই পছন্দের উপাদান এই ভিনেগার।  তারা টোনার থেকে স্ক্যাল্প ক্লিনজার সব ধরণের কাজ এ এই ভিনেগার ব্যবহার করে থাকেন। 

যাদের স্ক্যাল্প অতিরিক্ত শুষ্ক ,কিংবা অতিরিক্ত তৈলাক্ত তাদের কে এই ভিনেগার সাজেস্ট করে থাকেন অনেক হেয়ার কেয়ার স্পেশালিষ্ট। 

 ব্যবহার : ২-৪ টেবিল চামচ ভিনেগার মিক্স করুন ৫০০ মিলি লিটার  পানিতে। চুল শ্যাম্পু , কন্ডিশনিং করার পর ভিনেগার পানির মিক্সচার টা চুলে , মাথায়, স্ক্যাল্প এ দিন।  মকয়েক মিনিটের জন্য মাথায় রাখুন।  ভালো ভাবে ধুয়ে ফেলুন তার পর। 

 

যদিও খুবই উপকারী হেয়ার ক্লিনজার এই এপেল সিডার ভিনেগার , এর গন্ধ কিন্তু একটু বাজে।  কিন্তু জানেন ই তো স্বাস্থকর স্ক্যাল্প ই স্বাস্থকর চুল করে। তাই এটা ব্যবহার করে যায়।